বারবার পদ্মা সেতুর পিলারে ফেরি ধাক্কা লাগায় গত ১৮ অগাস্ট থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ ছিল। পদ্মা সেতুর পিলার রক্ষা করার জন্য এই রুটের যাত্রীরা বাধ্য হয়ে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট ব্যবহার করছিলেন।
জাজিরায় নতুন ঘাট প্রস্তুত। জাজিরার সড়ক সরু ও ভারি যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় এ নৌপথ দিয়ে ছোট ফেরিতে শুধু অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও সরকারি গাড়ি পারাপার করা হবে।
দক্ষিণ-পশ্চিাঞ্চলের ২১ জেলার মানুষের ঢাকার সাথে যোগাযোগের জন্য শরীয়তপুরের জাজিরা উপজেলার সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাট প্রস্তুত করা হয়েছে। এখান থেকে ফেরি চলাচল করবে মুন্সিগঞ্জের শিমুলিয়ার উদ্দেশে ।
এই রুট (জাজিরায় নতুন ঘাট) সবার জন্য চালু হলে এই রুটের যাত্রীদের দুর্ভোগ অনেক কমে যাবে।