ড্রাইভিং লাইসেন্সের অগ্রগতি জানা যাবে বিআরটিএ – এর DL Checker অ্যাপে

তথ্যপ্রযুক্তি বাংলাদেশ

ড্রাইভিং লাইসেন্সের অগ্রগতি জানার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ‘ডিএল চেকার’ ( DL Checker ) নামে নতুন একটি অ্যাপ গুগল প্লে স্টোরে প্রকাশ করেছে। ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীরা এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।

ড্রাইভিং লাইসেন্স আসল নাকি নকল তাও যাচাই করা যায় এই অ্যাপের মাধ্যমে। অ্যাপটি লাইসেন্সের অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স নম্বর বা বিআরটিএর রেফারেন্স নম্বর ইনপুট দিতে হবে।

অ্যাপ লিংক

বিআরটিএর ১ লাখ ৭২ হাজার ফলোয়ারের একটি ফেসবুক পেজ থেকে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। সেখানে প্লে স্টোরে থাকা তাদের অ্যাপটির লিঙ্ক (https://play.google.com/store/apps/details?) দিয়ে লেখা হয়- ২০২১ সালের জুলাই মাস বা তার পরে যারা ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক দিয়েছেন, তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিংয়ের স্ট্যাটাস জানা যাবে।

 

বিআরটিএ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, লাইসেন্স প্রত্যাশীদের সুবিধার্থে বিআরটিএর জন্য অ্যাপটি তৈরি করেছে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। এর আগে এমন একটি অ্যাপ ছিল, যেটি তৈরি করেছিল বিআরটিএর আগের ঠিকাদার প্রতিষ্ঠান টাইগার আইটি।

বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, আগে টাইগার আইটির একটি ডিএল চেকার অ্যাপ ছিল। তাদের সঙ্গে আমাদের চুক্তি শেষ হয়েছে। আমাদের নতুন ভেন্ডর প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। তারা এই অ্যাপটি তৈরি করেছে। কারণ, তাদের সঙ্গে আমাদের চুক্তিতেই বিষয়টি ছিল। তাদের অ্যাপটি ডেভেলপ করতে সময় লেগেছে। বর্তমানে অ্যাপটি চালু করা হয়েছে।

 

তিনি আরও বলেন, অ্যাপটি আরও আগেই তৈরি করা হয়েছে। তবে এখন সম্পূর্ণ করে প্রকাশ করা হলো। ২০২১ সালের জুলাই মাসের পর থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য বায়োমেট্রিক দিয়েছেন, তাদের সব তথ্য অ্যাপটিতে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *