পরীমনির এমন আচরণ আমাদের ছেলে মেয়েদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে : সোহেল তাজ

বাংলাদেশ বিনোদন

একের পর এক আলোচনা থেকে সমালোচনার জন্ম দিচ্ছেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কারামুক্তির পর অন্য এক পরীমণিকে দেখা যাবে এমন ভাবনা ভেবেছিলেন অনকেই। যেদিন পরীমণি কারামুক্ত হোন সেদিন পরীমণির প্রতিবাদের স্টাইল খুবই পছন্দ করেছিলেন দেশের মানুষ। সেই প্রতিবাদের স্টাইল আধারে ডুবলো কিছুদিন পরই।

কিন্তু আবার আলোচনায় আসেন বুধবার, এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে হাজির হন তিনি। ভক্তদের অভিবাদন জানানোর সময় হাতের তালুতে লেখা একটি বার্তা নজরে আসে সবার। তখন তার হাতে লেখা বার্তাটি দেখে চমকে যান অনেকে। যেখানে তিনি লিখেছেন ‘…ক (গালি) মি মোর’।

কেন লিখেছেন, কার জন্য, কী অর্থ- এসব নিয়ে মেতেছেন নেটিজেনরা। এই নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। পরীমনিকে আলোচনা-সমালোচনার কেন্দ্রে এনেছে এই বার্তা। পরীমনি বলেন, আমার কষ্ট লাগছে এখন। অনেকেই আমার বার্তাটি ঠিক বুঝতে পারছেন না, ভুল বুঝছেন। সবাই ভাবছেন আমি লিখেছি লাভ মি মোর আসলে তো আমি লিখেছি ‘… (গালি) মি মোর

 এর জবাবে পরীমনি বলেন, যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাঁটাতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি প্রস্তুত তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে। দম যত দিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাব।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় ফেসবুকে ফের বিতর্কের জন্ম দিলেন। ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন তিনি। তার একটি ছবিতে হাতে রয়েছে জ্বলন্ত সিগারেট। ক্যাপশনে লেখা- ‘সিগারেট ইন্জুরিয়াস টু হেল্থ

এদিকে পরীমনির বিষয়টিকে সহজভাবে নেননি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি পরীমনির সিগারেট খাওয়ার ছবির সংবাদ পোস্ট করে বলছেন, একজন সেলেব্রিটির কাছ থেকে এরকম অশোভন আচরণ কাম্য নয়আমাদের ছেলে মেয়েদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *