এডসেন্স (Adsense) থেকে যেভাবে অনলাইনে ডলার ইনকাম করবেন এবং পাবেন

তথ্যপ্রযুক্তি

Adsense হচ্ছে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি প্রচলিত বেস্ট বিজ্ঞাপন নেটওয়ার্ক, যা প্রায় অধিকাংশ ব্লগারই ব্যবহার করেছে। Adsense মূলত CPC নির্ভর করে বিজ্ঞাপন সরবারহ করে থাকে। যা তাদের অন্যদের থেকে সেরা করে তুলেছে।

ওয়েবসাইট খুলে টাকা আয় করার অনেক জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে Google Adsense। তবে একটি Adsense একাউন্ট পেতে হলে আপনাকে তাদের সব কঠোর গাইডলাইন ও নীতিমালা মেনে চলার জন্য প্রস্তুতও থাকতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলেই আপনার কনটেন্টে গুগল তাদের কোয়ালিটি সম্পন্ন বিজ্ঞাপন প্রদর্শন শুরু করতে থাকবে, যা আপনাকে বেশ ভালো পরিমাণে ইনকাম এনে দেব।

 

বর্তমানে বিশ্বের প্রায় লাখ লাখ ওয়েবসাইট Adsense এর মাধ্যমে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করছে। আপনার যদি একটি ওয়েবসাইট থাকে এবং সেখানে থাকে অনেক ট্রাফিক তাহলে আপনিও Adsense এ আবেদন করতে পারবেন।

 

জেনে রাখা ভাল, কিভাবে Adsense এর ডলার আপনার একাউন্টে পাবেন?

আপনার Adsense এ্যাকাউন্টে যদি কমপক্ষে ১০০ ডলার থাকে তাহলেই আপনি তা উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন। এখান থেকে উপার্জিত টাকা আপনি Electronic Fund Transfer (EFT) এবং Western Union Quick Cash বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হাতে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *