বাংলাদেশসহ চার দেশে ভারতের ফের টিকা রপ্তানি শুরু

আন্তর্জাতিক দিনকাল স্বাস্থ্য

মিয়ানমার, নেপালে, ইরানে সহ বাংলাদেশে ফের টিকা রপ্তানি শুরু করেছে ভারত। দেশটিতে গেলো এপ্রিল-মে মাসে করোনা পরিস্থিতি চরম মাত্রা ধারণ করায় ভ্যাকসিন রপ্তানি করা বন্ধ রাখা হয়। এরইমধ্যে বেশি কিছু টিকার অনুমোদন পেয়েছে ভারত। সেগুলো হলো  কোভাভ্যক্স, করবিভ্যাক্স, জিকভডি, জেনোভাস এমএরএসএ ভ্যাক্সিন।

গেলো ৮ মাসে প্রায় ১০০ কোটি মানুষকে টিকার আওতায় এনেছে ভারত। টিকা রপ্তানিতে যেসব বাণিজ্য চুক্তি হয়েছিলো তাও কিছুদিন স্থগিত ছিলো। এদিকে ভারতের সিরাম ইন্সটিটিউটের প্রধান আদার পুনাওয়ালা বলছেন, চলতি সপ্তাহের মধ্যে আফ্রিকার দেশগুলোতে কোভিশিল্ডের টিকা পৌঁছাবে। সেই সাথে কোভ্যাক্সের ৫০ মিলিয়ন ডোজ এই সপ্তাহে ইন্দোনেশিয়ায় যাবে।

তবে ভারতে এখনও করোনার তৃতীয় ঢেউয়ের একটা শঙ্কা রয়ে গেছে। এরসঙ্গে দ্বিতীয় ঢেউ চলাকালে হঠাৎ করে যেমন টিকার সঙ্কট দেখা দিয়েছিল তেমন সঙ্কট আবারও তৈরি হতে পারে বলেও ঝুঁকি রয়েছে। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বায়োটেকের ৪০ কোটির জায়গায় ১১ কোটি ডোজ সরবরাহ করেছে ভারত।

 

টিকা নিয়ে ভারত বা বাংলাদেশের মতো দেশগুলো প্রাথমিক সংকট কাটিয়ে উঠলেও আফ্রিকার বেশ কিছু দেশ, লাতিন আমেরিকা, এমনকি এশিয়ার কিছু দেশও এখন পর্যন্ত পর্যাপ্ত টিকা পাচ্ছে না।

সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *