ইভ্যালি কান্ডঃ এবার আগাম জামিন চাইলেন তাহসান

দিনকাল বাংলাদেশ

৫মিশালি বিডি ওয়েব ডেস্কঃ সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক গত বছরের ডিসেম্বরে রাজধানীর ধানমন্ডি থানায় তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের নামে মামলা করেন।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় এবার আগাম জামিন চাইলেন অভিনেতা ও গায়ক তাহসান খান। বুধবার তার আইনজীবী এ তথ্য জানান। তিনি বলেন, এই আগাম জামিন আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি হবে।

এর আগে গত ১৩ ডিসেম্বর এ মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের জামিন দেন হাইকোর্ট।

মামলার এজাহারে বলা হয়, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাৎ করা টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার টাকা, যা উদ্ধার করা সম্ভব হয়নি।

এই মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *