৫মিশালি বিডি ওয়েব ডেস্কঃ আমরা উভচর যানের কথা শুনেছি, কিন্তু সড়ক পথে চলবে আবার রেললাইনেও চলে, এমনটা কি শুনেছি? হ্যাঁ, এবার তেমনি এক যানের খবর জানা গেছে। দেখতে মিনিবাসের মতো। তবে যান একটি হলেও এর কাজ দুটো। মানে হলো রাস্তায় চলবে বাসের মতো, আবার রেললাইনের ওপর হয়ে যাবে ট্রেন। সম্প্রতি এমনই একটি যান তৈরি করেছে জাপান। নাম ‘ডুয়াল মোড ভেহিকল’ (ডিএমভি)।
যানটি তৈরি করেছে আসা কোস্ট রেল কম্পানি। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জানান, কাইয়োর মতো ছোট শহর যেখানে জনসংখ্যা কম, সেখানে এই যান খুব কাজে লাগবে। ছোট শহরে পরিবহন সংস্থাগুলো লাভের মুখ সেভাবে দেখতে পায় না। এ যান বদলে দিতে পারে সেই পরিস্থিতি।
চীন গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) খবরে বলা হয়, আজ শনিবার প্রথম তা জনসমক্ষে আনা হয়েছে। জাপানের কাইয়ো শহরে প্রথম এ যান চলবে। ডিএমভি যখন রাস্তায় চলবে তখন সাধারণ গাড়ির চাকা ব্যবহার করবে। আর রেললাইনে চলার সময় স্টিলের চাকা।
তিনি আরও বলেন, এ যান বাড়ি গিয়ে মানুষকে বাসের মতো তুলে আনতে পারবে। তারপর রেললাইন ধরে গন্তব্যে পৌঁছে দেবে।
ডিভিএমে সর্বোচ্চ ২১ জন যাত্রী বসতে পারবে। যানটি চলবে ডিজেলে এবং রেললাইনে ঘণ্টাপ্রতি সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে আর রাস্তায় ১০০ কিলোমিটার বেগে যেতে সক্ষম।