মানুষ পরনির্ভরশীল থাকতে চায় না। মানুষ আত্মনির্ভরশীল হতে চায়। এটি মানুষের স্বভাবজাত চরিত্র বলা যায়। কিন্তু আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে নিজের কর্মসংস্থান তৈরি করা। আর এই কর্মসংস্থান তৈরি করতে হলে প্রয়োজন হয় অসীম ধৈর্য এবং পরিশ্রম।
কিন্তু অধিকাংশ মানুষের ধারণা, কর্মসংস্থান বা ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করতে অনেক টাকার হয়তো প্রয়োজন হয়। আসলে মানুষের এই ধারণা একেবারেই কোনো ভাবে সঠিক নয়। কারণ, পৃথিবীতে অসংখ্য ব্যবসা রয়েছে যেগুলো নগদ টাকা বিনিয়োগ ছাড়াই শুরু করা সম্ভব। আজকে আমি কিছু ব্যবসায়ের ধারণা দেব, যেগুলো খুব সহজে টাকা বিনিয়োগ ছাড়াই শুরু করতে পারবেন।
ব্যবসায় শুরু করতে হলে যেসকল বিষয় খুবই গুরুত্বপূর্ণ
০১. পরিকল্পনা
ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, সঠিক পরিকল্পনা প্রণয়ন। যদি আপনিও ব্যবসায় শুরু করতে চান তাহলে সবার আগে খবই একটি সূক্ষ্ম পরিকল্পনা প্রণয়ন করুন। যেখানে ব্যবসায়ের সকল ধরনের খুঁটিনাটি বিষয়ের পূর্ণ আলোচনা থাকবে।
০২. বিজনেস লাইসেন্স
প্রতিটি দেশে ব্যবসায় শুরু করতে হলে লাইসেন্স গ্রহণ করতে হয়। তেমনি আমাদের দেশেও ব্যবসায়ের ধরন অনুযায়ী বৈধ ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়।
০৩. বাজারজাতকরন বা মার্কেটিং
প্রতিটি ব্যবসায় পরিচালিত হয় অর্থের দ্বারা। আর এই অর্থ উপার্জন সম্ভব হয় প্রতিষ্ঠানের পণ্য অথবা সেবা গ্রাহকের নিকট পৌঁছানোর মাধ্যমে। এই প্রক্রিয়া সম্পন্ন হয় সঠিক বাজারজাতকরন মানে মার্কেটিং এর ওপর।
০৪. উপকরণ
ব্যবসায় শুরু করতে উপকরণ প্রয়োজন। তবে সকল ব্যবসায় উপকরণ লাগে এই ধারণা সঠিক নয়। কিছু ব্যবসা রয়েছে যেগুলো সামান্য কিছু উপকরণ নিয়েই শুরু করা যায়। আবার কিছু ব্যবসা রয়েছে যেগুলো শুরু করতে গেলে কোনো প্রকার উপকরণের প্রয়োজন হয় না। আর এই সকল ব্যবসায় সম্পর্কে নিচে আলোচনা করবো।
০৫. পণ্য
একটি ব্যবসায়ের প্রধান অস্ত্র হচ্ছে পণ্য অথবা সেবা। এই পণ্য অথবা সেবা গ্রাহকের নিকট পৌঁছানোর মাধ্যমেই প্রতিটি ব্যবসায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ব্যবসায়ের লভ্যাংশ উপার্জন সম্ভব হয়। আর এই লভ্যাংশের দ্বারা প্রতিটি ব্যবসায় টিকে থাকতে পারে।
নিজের তৈরি পণ্যের ব্যবসা:
টাকা ছাড়া ব্যবসা শুরু করা যায় না এটি শুধু মাত্র অলস মানুষেরই বাণী। কারণ, অসংখ্য ব্যবসায় রয়েছে যেগুলো আপনি চাইলেই শুরু করতে পারেন। আর যদি আপনি একজন সৃষ্টিশীল মানুষ হয়ে থাকেন তাহলে তো আর কথাই নেই।
ধরুন, আপনার ভাল চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতা রয়েছে। এমতাবস্থায় আপনি যদি চান যে আপনার চিত্রকর্ম পৃথিবীর মানুষ দেখুক ও বিনিময়ে টাকা উপার্জন হোক। তাহলে আর কোনো ভাবনা নেই। চাইলেই শুরু করতে পারেন নিজের ব্যবসায় এই ধরনের ব্যবসা। ভাবছেন ব্যবসায় শুরু করার জন্য টাকা কোথায় পাবেন? চিন্তা নেই এই আধুনিক পৃথিবী আপনার মতো সৃষ্টিশীল মানুষদের জন্য খুলে দিয়েছে অনেক সম্ভাবনার দরজা।