এই মে মাসের শেষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পূর্ণাঙ্গ রূপ নিলে এর নাম হবে ‘রেমাল’। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছেওমান। ভারতের আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এর পরে এটি ২৪ মে শক্তিশালী হয়ে ধীরে ধীরে উত্তর দিকে ঘুরবে । ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, ২৫ মে সন্ধ্যার পর এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।
এই ঘূর্ণিঝড়ের কারণে ২৪ মে রাত থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। ২৬ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে যে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের পথ ২০ মে থেকে ঠিক ভাবে বলা যেতে পারে। তবে এই ঘূর্ণিঝড় কোথায় এবং কী গতিতে আঘাত হানতে পারে তা এখনো বলা যাচ্ছে না। এটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোথাও আঘাত করবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আইলা ২৫ মে ২০০৯ সালে সুন্দরবনে আঘাত হানে। সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ১৫তম বছরের সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ আঘাত হানতে পারে বলে আশঙ্কা রয়েছে।