এতদিন বিশ্বে ধনকুবেরদের তালিকায় তিনে ছিলেন ম্যাগনেট বার্নার্ড আর্নল্ট। এবার তাকে সরিয়ে গৌতম আদানি এক ধাপ এগিয়ে বিশ্বে ধনকুবেরদের তালিকায় তিনে । এ বছরই বিল গেটসকে তাকে টপকে বিশ্বের চতুর্থ ধনী হয়েছিলেন গৌতম আদানি। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় স্বল্প সময়ের ব্যবধানে আরও একধাপ উঠে এসেছে তার নাম। এখন তিনি বিশ্বের তৃতীয়তম ধনী। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের বরাতে এ তথ্য জানা গেছে।
বর্তমানে এই ভারতীয় শিল্পপতি গৌতম আদানির চেয়েও ধনী, এমন ব্যক্তি বিশ্বে মাত্র ২ জন। একজন হলেন আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। অপরজন টেসলার মালিক ইলন মাস্ক।
গৌতম আদানি আদানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা। আদানি গোষ্ঠী ভারতের বৃহত্তম বন্দর নিয়ন্ত্রক সংস্থা ও সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী সংস্থা ও বিদ্যুৎ সরবরাহকারী। শিক্ষা, খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নগরোন্নয়নের কাজ করে আদানি ফাউন্ডেশন। স্থানে। ৬০ বছর বয়সী আদানির মোট সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন মার্কিন ডলার।
বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিটনের মালিক ম্যাগনেট বার্নার্ড আর্নল্ট এতদিন ৩ নম্বরে ছিলেন। এবার তাকে টপকে গেলেন গৌতম আদানি। বার্নার্ড আর্নল্ট এখন চার নম্বর